• Fri, ০২ মে ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
ওসমানী বিমানবন্দরে ‘স্বর্ণমানব’ আটক! জৈন্তা সীমান্তে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ সিলেটে ষড়যন্ত্রের শিকার হয়ে কারাগারে ফরিদ : মুক্তির দাবীতে রাজপথে হাজার মানুষ নির্ধারিত স্থানে ‌সুবিপ্রবি ক্যাম্পাস স্থাপনের দাবিতে সিলেটে মানববন্ধন সিলেটের ৬ জনের বিরুদ্ধে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে মামলা কুয়েটের ভিসি-প্রোভিসিকে অব্যাহতির সিদ্ধান্ত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে যে কোন ষড়যন্ত্র রুখে দেয়া হবে সিলেটে টেস্ট ম্যাচ চলাকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু আম্বরখানায় ইয়াবা-মদসহ আটক ১ সুনামগঞ্জে প্রবাসী মানবাধিকার কর্মীর বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলা

সিলেটে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া সেই আ.লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

সিলেটের ওসমানীনগর উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসামি আওয়ামী লীগ নেতা আকছার মিয়াকে (৫৫) আবারো গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ওসমানীনগর থানা পুলিশ। ছিনিয়ে নেয়ার ১৩ দিন পর তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটকের পর সোমবার (১৪ এপ্রিল) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আকছার মিয়া ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড় হাজীপুর গ্রামের সমসু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।

জানা যায়, গত ৩১ মার্চ আকছার মিয়াকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে রামকৃষ্ণপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তার স্বজনরা তাকে ছিনিয়ে নেয়। ওই দিন স্থানীয় বাসিন্দা আওয়ামী লীগ কর্মী আজিম ও তার ভাই হাসান ফেসবুকে লাইভ দিয়ে লোকজন জড়ো করেন। একপর্যায়ে আকছারের আত্মীয়-স্বজনসহ দলীয় কর্মীরা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। পরদিন পুলিশ মুক্তারপুর হাওর থেকে হাতকড়া উদ্ধার করে। পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গত ২ এপ্রিল ১৮ জনকে আসামী করে পুলিশ এসল্ট মামলা করা হয়। ওই মামলায় যৌথ বাহিনীর অভিযানে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি পুলিশের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করে। এরপর ঘটনার ১৪ দিন পর আসামি আওয়ামী লীগ নেতা আকছার মিয়াকে ফের গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ মোনায়েম মিয়া বলেন, আটকের পর আকছার মিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ছিনিয়ে নেয়ার ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


বিভাগের আরোও সংবাদ