সুনামগঞ্জের পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন শান্তিগঞ্জ উপজেলার ও অপরজন ছাতক উপজেলার মৃত্যুবরণ করেন। মঙ্গলবার বিকেলে পৃথক সময়ে বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে বজ্রপাতে আমির উদ্দিন (৩২) নামেন এক হাঁসের খামারির মৃত্যু। মঙ্গলবার বিকাল ৫ টায় গ্রামের পাশ্ববর্তী হাওরে এই ঘটনা ঘটে। সে ঐ গ্রামের আব্দুস সালামের পুত্র। নিহত আমির উদ্দিন হাঁসকে খাবার খাওয়াতে প্রতিদিনের মতো মঙ্গলবারও হাওরে যান। বিকালে ঝড়ের কবলে পড়ে বজ্রাঘাতে তার মৃত্যু হয়। এর সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি মুখলেছুর রহমান।
অপরদিকে, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাও গ্রামে মঙ্গলবার বিকাল ৫ টায় ঝড়ের সময় বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের জমশেদ আলীর ছেলে।
এর সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী।