• Fri, ২১ Mar ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
সিলেট মহানগর ৭নং ওয়ার্ড জালালাবাদ যুব ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে : তারেক রহমান সিলেটে সেনা অভিযানে ৬২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ সরকারি হস্তক্ষেপে কমল বিমান টিকিটের দাম ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিলেটে ছাত্রশিবিরের মানববন্ধন উদ্দীপ্ত সিলেটের ইফতার বিতরণ রমজানে নিজের পাশাপাশি সমাজকেও পরিশুদ্ধ করতে হবে : বিভাগীয় কমিশনার ইলম ও আমল ছাড়া সমাজের প্রকৃত পরিবর্তন সম্ভব নয় : মাওলানা হাবিবুর রহমান হিন্দুদের ওপর হামলা ধর্মীয় নয় রাজনৈতিক :সিনেটর পিটার্সকে ড. ইউনুস

জগন্নাথপুরে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার দিবাগত রাত দেড়টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। তার নাম সাজ্জাদুর রহমান সামি (২৬)। সে ইসহাকপুর গ্রামের বিএনপি নেতা শাহিনুর রহমানের ছেলে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

থানা ও আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের ছাতক সেনা ক্যাম্পে কর্তব্যরত একদল সেনা সদস্য ও জগন্নাথপুর থানার একদল পুলিশ সোমবার ভোরে জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে সাজ্জাদুর রহমান সামি (২৬)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাড়ি তল্লাশি করে ২টি পাইপগান, ১টি এয়ারগান, ৩টি চাপাতি ও দা, ৭টি টেঁটা ও ১০টি ছুরি উদ্ধার করেন। আটকের পর অস্ত্রসহ সামিকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি মো: মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ঐ যুবকের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়েছে। তাকে কঠোর নিরাপত্তায় সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সুনামগঞ্জের ছাতক সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শোয়েব আহমদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, সাজ্জাদ একজন দাগী সন্ত্রাসী। সামান্য বিষয়ে সে এলাকাবাসীকে ভয়ভীতি দেখিয়ে পেশি শক্তি প্রদর্শন করতো। এসব অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্য অনুসারে তার বাড়িতে অভিযান চালিয়ে বসতঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

সেনা কর্মকর্তারা জানিয়েছেন, সাজ্জাদ তার ঘরটিকে দেশীয় অস্ত্রাগার হিসেবে ব্যবহার করতেন ও প্রয়োজন অনুযায়ী অস্ত্র ব্যবহার করতেন।


বিভাগের আরোও সংবাদ