শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মুহসিনুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার ও সেক্রেটারি মাসুদ রানা তুহিন এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের কমিটিকে অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে ছাত্রশিবিরের নেতারা বলেন, শাবিপ্রবি শাখা ছাত্রদলের নতুন সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকারসহ নবগঠিত কমিটির প্রত্যেককে আমাদের আন্তরিক অভিনন্দন। আমরা আশা করি, নতুন এই কমিটি ছাত্রদলকে আরো গতিশীল করবে। দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষায় বিগত সময়ের মতো ভবিষ্যতেও ছাত্রদল, ছাত্রশিবিরসহ ছাত্র সংগঠনগুলো কার্যকর ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ।’
বিবৃতিতে বলা হয়, আমরা আরো আশা করি নতুন এই কমিটি প্রচলিত পেশি-নির্ভর ছাত্র রাজনীতির পরিবর্তে জুলাইয়ের চেতনার আলোকে সৃজনশীল ও ছাত্রকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখবে। গত কয়েকদিন আগে ফাকাব্বিরের সন্ত্রাসী কর্মকাণ্ড ক্যাম্পাসে ছাত্ররাজনীতি সম্পর্কে যে নেতিবাচক প্রভাব সৃষ্টি করেছে, ছাত্রদলের নবগঠিত কমিটির মেধাবী নেতৃত্ব তা দূর করে ইতিবাচক ধারা তৈরি করবে বলে আমরা আশাবাদী।”
শিবির নেতৃবৃন্দ নতুন কমিটির সদস্যদের সুস্থতা ও রাজনৈতিক জীবনে সাফল্য কামনা করেন।
উল্লেখ্য গত ১৩ মার্চ দীর্ঘ প্রায় ৮ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাবিপ্রবি শাখার ৭৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।