বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দোসররা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র করছে। ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। শিশু ধর্ষণ, চুরি-ছিনতাইসহ নানা অপকর্ম বৃদ্ধি পাচ্ছে। একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।
তিনি সোমবার ছাতক উপজেলার দোলারাবাজার ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
যুক্তরাজ্য বিএনপি নেতা মোঃ গৌছ মিয়ার সভাপতিত্বে, ছাতক উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান রুহেল ও দোলারবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান আলীর যৌথ পরিচালনায় এবং যুবদল নেতা সুরমান আহমদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাতক উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন। এছাড়া মাহফিলে দোলারবাজার ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি