স্টাফ রিপোর্টার : ছোরা ও ইয়াবাসহ নগরীর বন্দরবাজার থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রোববার বেলা দেড়টার দিকে বন্দরবাজার জেলখানার পুরাতন ডরমেটরি বিল্ডিংয়ের বাউন্ডারির ভেতর থেকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার লামাশ্যামপুর গ্রামের মৃত আবদুর রবের ছেলে শুয়েব আহমদ (২৯) ও শহরতলীর মেজরটিলা ইসলামপুরের তোতা মিয়ার ছেলে রুবেল আহমদ (২৭)। রুবেলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরের লতিফপুরে। এসময় তাদের কাছ থেকে ২টি ছোরা ও ১০২ পিস ইয়াবা জব্দ করা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।