জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, পবিত্র রমজান মাসে নিজেদেরকে পরিপূর্ণ মুত্তাকী হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য। রমজান হচ্ছে ইবাদতের মাস, প্রশিক্ষণের মাস। তাই এই মাসের গুরুত্ব মুসলমানদের কাছে বেশী। কুরআন-হাদীসের আলোকে জীবন পরিচালনা ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে শ্রমিকদেরকে এগিয়ে আসতে হবে। আমরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই। কুরআন-হাদীসে বর্ণিত শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাই। এজন্য কুরআনের শাসন ও ইসলামী শ্রমনীতির প্রতিষ্ঠার বিকল্প নেই।
তিনি সোমবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত নাইওরপুলস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবির ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সিলেট মহানগর উপদেষ্টা হাফিজ মাওলানা মিফতা উদ্দিন ও সিলেট অঞ্চল পরিচালক হাফিজ মাওলানা ফারুক আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সিলেট মহানগর সহ-সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, সহ-সভাপতি এসএম মনোয়ার হোসাইন, সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, সহ সাধারণ সম্পাদক আক্কাস আলী, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া ও প্রচার সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি