সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে ৩জনকে আটক করেছে র্যাব-৯। রোববার পৃথক সময়ে তাদের আটক করা হয়। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।র্যাব সূত্র জানিয়েছে, রোববার মধ্যরাতে নগরীর কোতয়ালী থানাধীন কিন ব্রিজ এলাকা থেকে শামীম বিশ্বাস (২৮) কে গ্রেফতার করে র্যাব। সে নেত্রকোনা জেলার শিমুলাটি এলাকার সাদির বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে নেত্রকোনায় হত্যা মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে নেত্রকোনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে রোববার দিবাগত রাতে নগরীর বন্দরবাজার এলাকা থেকে শওকত আলী মেম্বারকে আটক করে র্যাব-৯। শওকত আলী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনিরচর এলাকার আছদ্দর আলীর ছেলে। তার বিরুদ্ধে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে তাকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে রোববার দুপুরে নগরীর বন্দরবাজার এলাকা থেকে ৬ মামলার পলাতক আসামি মোবারক হোসেন মেন্দী (৬০) কে গ্রেফতার করে র্যাব-৯। সে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার উত্তর কালনিরচর এলাকার মৃত সাজিদ উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে ঢাকা, সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সিলেটের ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।