• Tue, ১৮ Mar ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
  • [gtranslate]

সিলেট মার্চে নগরে ১৩ ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার : পুলিশী তৎপরতার মধ্যেও থেমে নেই ছিনতাই। প্রতিদিনই নগরীর কোথাও না কোথায় ছিনতাইয়ের ঘটছে। পুলিশী তৎপরতার ও জনগণ সচেতন হওয়ায় কৌশল পাল্টিয়েছে ছিনতাইকারীরা। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে পুলিশও। ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এতে প্রতিদিনই একের পর এক ছিনতাইকারী আটক হচ্ছে।

চলতি মার্চ মাসে মহানগর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

সোমবার এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, নগরীর প্রতিটি থানাতেই ছিনতাইকারী আটক হচ্ছে। চলতি মার্চ মাসের ১৫ দিনে শুধু কোতোয়ালী থানায় গ্রেফতার ১৩ ছিনতাইকারী হলেন, আব্দুল করিম হীরা (৪৬), মো. রুবেল মিয়া (২৫), মো. সাহেদ হোসেন (২০), বাবলু আহমদ (২৫), মো. জাকির হোসেন (৩৩), রিপন মিয়া (৩১), শরিফ আহমদ (৩২), ইমরান আহমদ দুলাল (৩০), হাবিল আহমদ (২৮), রফিকুল ইসলাম (১৯), মো. ফারুক মিয়া (৩৫), মোঃ শুয়েব আহমদ (২৯) ও রুবেল আহমদ (২৭)।

এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ইতোমধ্যে উল্লেখিত গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এসব অভিযান অব্যাহত থাকবে।


বিভাগের আরোও সংবাদ