• Mon, ১৭ Mar ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
  • [gtranslate]

ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলে প্রাণভিক্ষা পাবেন: রুশ প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

কুরস্কের পশ্চিমাঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করলে তারা প্রাণভিক্ষা পাবেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার এ কথা বলেছেন তিনি।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেছিলেন, কুরস্কে পুরোপুরি ঘেরাও হওয়া ইউক্রেনীয় সেনারা একদম অসহায় অবস্থায় পড়েছে। এই অবস্থায় তাদের প্রাণভিক্ষা দেওয়ার জন্য পুতিনের কাছে আহ্বান জানাচ্ছেন তিনি। নইলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহতম গণহত্যার একটি সেখানে সংঘটিত হতে পারে। তবে নিজ সেনাদের ‘ঘেরাও’ হওয়ার খবরকে রাশিয়ার ছড়ানো গুজব বলে উড়িয়ে দিয়েছে ইউক্রেন।

তবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে, কুরস্কে থাকা ইউক্রেনের সেনারা বেশ প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছে।

শুক্রবার অনুষ্ঠিত রুশ নিরাপত্তা পরিষদের আলোচনায় পুতিন বলেছেন, ট্রাম্পের আহ্বান তার দৃষ্টিগোচর হয়েছে। তিনি বলেন, কুরস্কে ইউক্রেনীয় সেনারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে অত্যাচার চালিয়েছে, তা সন্ত্রাসবাদের পর্যায়ে পড়ে। তবে মানবতার খাতিরে তিনি ট্রাম্পের আহ্বান অবশ্যই বিবেচনা করবেন।

তিনি বলেছেন, ইউক্রেনীয় সেনারা যদি অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করে, তবে তাদেরকে হত্যা করা হবে না এমন নিশ্চয়তা দেওয়া হবে। পাশাপাশি, আন্তর্জাতিক ও রাশিয়ার আইন অনুযায়ী তাদের সঙ্গে আচরণবিধি বজায় রাখা হবে।

‘ফলপ্রসূ’ আলাপের দাবি ট্রাম্পের :রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রই দিয়েছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় মস্কোতে পুতিন ও বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফের মধ্যে বৈঠকের পর ক্রেমলিন বলেছে যে, তারা শান্তি প্রক্রিয়ার বিষয়ে আলাপ করেছে। রাশিয়া জানিয়েছে, তারাও যুক্তরাষ্ট্রের মতো আশাবাদী। এরপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে ঐ মন্তব্য এলো। ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়ে লেখেন, ‘এই ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে।’


বিভাগের আরোও সংবাদ