স্টাফ রিপোর্টার : পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৯। এসময় ১ শ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের আটক করা হয়।এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম।
র্যাব সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানাধীন হাজীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮৪.৫ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়া জেলার বুল্লা গ্রামের জবান আলীর ছেলে মো. রাষ্টু মিয়া ও একই গ্রামের রহমত আলীর ছেলে মো. লুৎফর রহমান।
এদিকে, র্যাব-৯ এর অপর একটি দল সুনামগঞ্জ জেলার সদর মডেল থানাধীন মল্লিকপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ আরো ১ জনকে গ্রেফতার করে তারা। গ্রেফতারকৃত মো. কামরুল হাসান ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার মন কশাইর গ্রামের ভূইয়া বাড়ী গ্রামের মৃত হাফিজ উদ্দিন ভূইয়ার ছেলে। গ্রেফতারকৃত ৩ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।