সুনামগঞ্জে ফের বজ্রপাতে মৃত্যূর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ( ১ মে) পৃথক বজ্রপাতে জেলাটিতে দুই জনের মৃত্যু হয়েছে। জামালগঞ্জ ও দিরাই উপজেলায় পৃথক মৃত্যুর ঘটনা ঘটে।জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নে পাকনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মানিক মিয়া উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম। এদিকে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের হাওরে ট্রলিতে করে ধান আনতে গিয়ে বজ্রপাতে রিংকু দাস (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি গোপালপুর গ্রামের মৃত রনধীর দাসের ছেলে। এর সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
তিনি জানান, হাওর থেকে ট্রলিতে করে ধান আনার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে সর্বশেষ সোমবার (২৮ এপ্রিল) সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে রিমন তালুকদার নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বৈশাখ মওসুমে সুনামগঞ্জে বজ্রপাতে ৮জনের মৃত্যু হয়েছে। আর সিলেট বিভাগে বজ্রপাতে মৃত্যু হয়েছে ১৪ জনের।