সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের চালানসহ আলিম উদ্দিন নামে এক যাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাষ্টমস কর্তৃপক্ষ।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-২৪৬) আসা যাত্রীর কাছ থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। শুল্ক ফাঁকি দিতে ওই যাত্রী পরনের স্বর্ণ গলিয়ে লেপ্টে নিয়ে আসেন। তিনি গ্রীণ চ্যানেল পেরিয়ে যেতে চেষ্টাকালে বিমানবন্দরের দায়িত্বরত রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) চ্যালেঞ্জ করে পুনরায় স্ক্যানারে পরিক্ষার পর স্বর্ণের চালান বহনের বিষয়টি নিশ্চিত হন।
আটক যাত্রী আলীম উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহরা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র এক কর্মকর্তা বলেন, দুবাই থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমানের ফ্লাইটে (বিজি-২৪৮) ওই যাত্রীকে তল্লাশিকালে স্বর্ণের চালান জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি অভিন্ন পদ্ধতিতে স্বর্ণকে গলিয়ে তার পরিধানের কাপড়ে (শার্ট ও প্যান্টে) করে দুবাই থেকে ওসমানী বিমানবন্দরে নিয়ে এসেছিলেন। এই ঘটনায় জব্দকৃত স্বর্ণের পরিমান প্রায় দেড় কেজি হতে পারে।
তবে ধারণা করা হচ্ছে স্বর্ণগুলোর দাম কোটি টাকার ওপরে হতে পারে। পরবর্তীতে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা ও পরিমাপের পর বলা যাবে কী পরিমাণ স্বর্ণ কাপড়ে নিয়ে আসা হয়েছে।
বিমানবন্দর ও এয়ারফ্রেইড‘র সহকারী কমিশনার কাস্টমস ইনজামাম উল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি নং-২৪৮) নং আসা যাত্রীর পরনের ট্রাউজার ও আন্ডাওয়্যারে পেস্ট আকারে আনা লিকুইড স্বর্ণ জব্দ করা হয়। পরবর্তীতে শরীর স্ক্যান করে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। প্রাথমিকভাবে এই স্বর্ণের পরিমাণ প্রায় দেড় কেজি বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এরআগে ২০২২ সালের (২৭ অক্টোবর) দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট (বিজি-২২৮) এক যাত্রীর জ্যাকেট ও আন্ডারওয়ার থেকে একই কায়দায় আনা এক যাত্রীর কাছ থেকে স্বর্ণের চালান জব্দ করেছিলো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা। শুক্রবার (২৫ এপ্রিল) এর পূণরাবৃত্তি ঘটলো।