সিলেট সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। বৃহস্পতিবার দুপুরে জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী শ্রীপুর ৪নং বাংলাবাজার বালুঘাট এলাকা থেকে ঐ বারকি নৌকার পাথর শ্রমিককে ধরে নিয়ে যায় বিএসএফ। শুক্রবার বিষয়টি জানাজানি হয়। তার নাম এখলাস উদ্দিন (২৭)। সে উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাত্তি গ্রামের বিলাল উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১টায় সীমান্তের শ্রীপুর ১২৮০ নং মেইন পিলারের ১নং সাব পিলারের ভারতের অভ্যন্তরে প্রবেশ করে কয়েকজন শ্রমিক পাথর উত্তোলন করতে গেলে টহলরত বিএসএফ ধাওয়া করে। এসময় সকল পাথর শ্রমিকরা নৌকা নিয়ে পালিয়ে আসলেও এখলাস উদ্দিনকে ধরে নিয়ে যায় বিএসএফ।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হক বলেন, ঘটনাটি বৃহস্পতিবার ঘটলেও কেউ জানায়নি। শুক্রবার ঘটনাটি জানার পর আনুষ্ঠানিকভাবে বিএসএফর সাথে যোগাযোগ করা হয়। বিএসএফ জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে স্থানীয়ঢ ডাউকি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সে ডাউকি পুলিশের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, অনেক অনুরোধ জানানোর পরও কতিপয় শ্রমিক অবৈধভাবে পাথর উত্তোলন করে যাচ্ছে। এমনকি তারা ভারতের অভ্যন্তরে ঢুকে পাথর উত্তোলন করছে। যার কারণে এই ধরণের অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। এ বিষয়ে সীমান্ত এলাকার সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।