• Sun, ০৪ মে ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

প্রবাসে বসে দেশবিরোধী অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট :
আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

বিদেশে বসে ছাত্র-জনতার গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালিন সরকার ও ছাত্র-জনতার বিরুদ্ধে কুৎসা রটনা ও অপপ্রচারের প্রতিবাদে সিলেট মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার  (১৭ এপ্রিল) নগরীর পলিটেকনিকেল সংলগ্ন কাজিরবাজার ব্রিজ এলাকায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন (শাবিপ্রবি) এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নর্থইস্ট মেডিকেলের সংগঠক ইব্রাহিম নিল, মদন মোহন কলেজের সাজ্জাদ রহমান , সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের মো: কাওসার আহমেদ, সাইদুল ইসলাম সুহান ও ফয়জুর রহমান সিফাত প্রমূখ। এছাড়া মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কতিপয় দেশদ্রোহী প্রবাসে বসে নানা অপপ্রচার চালাচ্ছে। এদের মধ্য থেকে হামিদ মিয়া, মোঃ আলী আহমদ, মোস্তাফিজুর রহমান সোহাগ ও মোঃ কামরান আহমদ পরিকল্পিতভাবে দেশ সম্পর্কে কুৎসা রটনা ও অপপ্রচার চালাচ্ছে। দেশের ভাবমূর্তি ক্ষুন্নকারী এসব দেশদ্রোহীদের দেশে এনে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যাতে আর কেউ প্রবাসে বসে দেশবিরোধী অপপ্রচার চালাতে না পারে। বিজ্ঞপ্তি


বিভাগের আরোও সংবাদ