সিলেট নগরীতে এক আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে র্যাব-৯। সোমবার রাতে নগরের বালুচর এলাকাস্থ ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমা আক্তার নাজু ওরফে নাজমা খান আরজু (৪৫) সিলেট মহানগর ৭নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সভাপতি। তিনি সিলেটের জালালাবাদ থানার জাহাঙ্গীরনগর এলাকার বাসিন্দা।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, গ্রেফতারকৃত নাজমার বিরুদ্ধে চব্বিশের গণঅভ্যুত্থানের পর দায়েরকৃত একাধিক হত্যা ও নাশকতার মামলা রয়েছে। আটকের পর তাকে এসএমপির কোতোয়ালী মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ওসি জিয়াউল হক বলেন, আটক নাজমাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।