• Sat, ০৩ মে ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

 সিলেটে ট্রাক চাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক :
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার পারাইরচক এলাকায় ট্রাক চাপায় এক চালক ও এক হেলপার নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাক চালক সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কমলাবাড়ি গ্রামের শাহীন মিয়া (৫০) ও তার সহযোগী হেলপার কামাল মিয়া (৪৫)।

এর সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় চাকা পাংচার হয়ে একটি ট্রাক বিকল অবস্থায় সড়কের এক পাশে দাঁড় করানো ছিল। ওই ট্রাকের চালক ও হেলপার বিকল ট্রাকটি মেরামত করার চেষ্টা করছিলেন। এসময় শ্রীরামপুর থেকে পারাইরচকের দিকে আসা পাথরবোঝাই অন্য একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ওসি জানান, মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।


বিভাগের আরোও সংবাদ