এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনেও সিলেটে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইংরেজী ১ম পত্র পরীক্ষার দিনে সিলেট বোর্ডে অনুপস্থিত ছিলেন ৯৩৪ জন পরীক্ষার্থী। মঙ্গলবার (১৫ এপ্রিল) সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ দৈনিক জালালাবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেট বোর্ডে ২য় দিনে মোট ৮৩ হাজার ২১১ জন পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮২ হাজার ২৭৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩২২ জন, হবিগঞ্জে ২১০ জন, মৌলভীবাজারে ১৯০ ও সুনামগঞ্জে ২১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, ২য় দিনও সার্বিক পরিস্থিতি সন্তোষজনক ছিল। কোনো প্রকার সমস্যা বা জটিলতা পরিলক্ষিত হয়নি। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বিভাগের ১৫৪ টি কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৬০ টি কেন্দ্র, হবিগঞ্জ জেলায় ৩৩ টি কেন্দ্র, মৌলভীবাজার জেলায় ২৬ টি কেন্দ্র ও সুনামগঞ্জ জেলায় ৩৫ টি কেন্দ্র রয়েছে।