বিএনপি জন্মলগ্ন থেকে ফিলিস্তিনের পক্ষে
ছিল এবং আছে : খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দীর্ঘদিন যাবত দেখছি ফিলিস্তিনির গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতা চলছে। গাজায় নিহত শিশুদের ছবি আমাদের কমল প্রাণ শিশুদেরও হতবাক করেছে। সময় এসেছে বিশ্বের সকল শান্তিকামী মানুষের একত্রিত হয়ে আওয়াজ তোলার, যেন এই নৃশংস হত্যা ও ধ্বংসযজ্ঞ অবিলম্বে বন্ধ হয়।
তিনি বলেন, ফিলিস্তিনের বিষয়টি ইতিমধ্যে প্রমাণিত এটি কোনো আঞ্চলিক বিষয় নয়, এটি বৈশ্বিক বিষয়। যে সমস্যার সমাধান শুধু মাত্র সম্মেলিত প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব। মানবাধিকারের প্রতি সম্মান জানিয়ে ফিলিস্তিনবাসীর পাশে ঐক্যবদ্ধভাবে সবাইকে দাঁড়াতে হবে। বিএনপি জন্মলগ্ন থেকে ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গিকার করেছে। ফিলিস্তিনি রাষ্ট্রের সমর্থনে আমরা সবসময় অবিচল ছিলাম ও আছি। ইয়াসির আরাফাত ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে এই বিষয়ে আমরা অঙ্গিকারাবদ্ধ। এই বিষয়ে জেরুজালেম মুক্ত করার জন্য ইসলামি সংস্থার ৩ সদস্যের যে কমিটি হয়েছিলো সেই কমিটিতে অন্যতম ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দেশব্যাপী মহানগরীতে প্রতিবাদ ও সংহতি র্যালি অংশ হিসেবে কোট পয়েন্ট থেকে র্যালি পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব। বিজ্ঞপ্তি