• Mon, ৩১ Mar ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে : হাকিম চৌধুরী

ডেস্ক রিপোর্ট :
আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও এর দোসররা এখনো সক্রিয় রয়েছে। তারা নানা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। গণতান্ত্রিক সরকার ব্যতিত এসব ষড়যন্ত্র দমন করা কঠিন হয়ে যাবে। তাই দ্রুততম সময়ের মধ্যে মৌলিক সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচন দেয়াই অন্তর্বর্তীকালিন সরকারের জন্য মঙ্গলজনক। অন্যথায় ফের ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

তিনি বৃহস্পতিবার (২৭ মার্চ) গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্সের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানার পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, বিএনপি নেতা মকদ্দস আলী, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল আলীম, ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুল করিম, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপি নেতা আজির উদ্দিন সরকার, ইসমাইল হোসেন, নজরুল ইসলাম, আবুল হাসনাত, সুলতান আহমেদ, কাওসার সরকার, আনোয়ার হোসেন, আব্দুস সাত্তার, বাবুল মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ খান, জি এম শফিক, মিজানুর রহমান হেলোয়ার, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল লতিফ মির্জা, আলাল, হান্নান, মাসুক, ইসমাইল, শিমু, রায়হান, আজগর, রহিম উদ্দিন, গিয়াস, রাসেল, হাফিজ ও রেজা খান প্রমূখ।বিজ্ঞপ্তি


বিভাগের আরোও সংবাদ