সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পুর্ব বীর ইউনিয়নের ৩ বারের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব শিক্ষা অনুরাগী সমাজ সেবক ইমদাদুল হক সাহেবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শান্তিগন্জ সমিতি সিলেটের নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় শান্তিগন্জ সমিতি সিলেটের আহবায়ক ও পূবালী ব্যাংকের ম্যানেজার মো: কবিরুল ইসলাম এবং সদস্য সচিব ও জেবিবি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদুল হক স্বপন বলেন- মরহুম ইমদাদুল হক চেয়ারম্যানের মৃত্যুতে সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। সমাজ হারিয়েছে একজন সমাজসেবক শিক্ষা অনুরাগী শালিস ব্যক্তিকে। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ পাক উনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।