• Wed, ০২ Apr ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

কুমারপাড়ায় পুলিশ ভ্যান থেকে আসামি ‘ছিনতাই’: ফের গ্রেফতার

স্টাফ রিপোর্টার : 
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

নগরীতে পুলিশের ভ্যান থেকে আসামি ছিনিয়ে নেয়ার পর সেই আসামীকে ফের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) রাত ১১টার দিকে মহানগরের কুমাড়পাড়ায় এ ঘটনা ঘটে।

এর আগে মারামারি ঘটনার এফআইআরভুক্ত আসামি সুমন আহমদকে আটক করতে গেলে তার স্বজন ও স্থানীয় কতিপয় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ভ্যান থেকে আসামীকে ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সেই আসামিকে আবার গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্র জানিয়েছে, একটি মারামারি ঘটনার এফআইআরভুক্ত আসামি সুমন আহমদ নামের এক আসামিকে সোমবার রাত ১০টার দিকে কুমারপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় আসামির স্বজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। বাধাদানকারীদের মধ্যে ওয়ার্ড বিএনপির পদধারী শীর্ষ নেতারাও ছিলেন। এক পর্যায়ে তারা জোর করে আসামিকে পুলিশের ভ্যান থেকে নামিয়ে নিয়ে যান। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান চালিয়ে আসামি সুমনকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পুলিশের ভ্যান থেকে আসামী ছিনতাইয়ের ঘটনা সঠিক নয়। একটি মামলার এফআরআই ভুক্ত আসামি সুমনকে গ্রেফতার করে নিয়ে আসার সময় কিছু লোক বাধা দেয়। তবে পুলিশ আসামিকে গ্রেফতার করে নিয়ে আসতে সক্ষম হয়েছে।

সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, মারামারির ঘটনার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর স্বজন ও স্থানীয় লোকজন নিয়ে গিয়েছিলেন। পরে পুলিশ আবার সেই আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।


বিভাগের আরোও সংবাদ