সুনামগঞ্জের ছাতকে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহতের খবর পাওয়া গেছে। আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার ইফতারের আগ মুহুর্তে ছাতক মুক্তিরগাঁও নতুন ব্রিজ পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই যুবদলের রাজনীতির সাথে জড়িত। তারা রোববার বিএনপির কেন্দ্রীয় নেতা মিজান চৌধুরীর সাথে কালারুকা ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড বিএনপি অঙ্গ-সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালারুকা ইউনিয়নের করছখালি গ্রামের নোয়াব আলীর পুত্র সৌদি আরব প্রবাসী যুবদল নেতা মোঃ শাহিনুর ইসলাম (৩৪) ও একই গ্রামের ফারুক মিয়ার পুত্র যুবদল নেতা হুমায়ুন রশিদ (৩২)। দুর্ঘটনায় আহত হলেন কালারুকা ইউনিয়নের লম্বাহাটি গ্রামের ছাত্রদল নেতা আবিদ হুসাইন মিলন। তাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এর সত্যতা নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। তিনি বলেন, নিহত ২ যুবদল নেতা আমার খুব প্রিয়ভাজন ছিল। তারা আমার সাথে ইফতারে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো। তাদের এই মৃত্যুতে আমি গভীর শোকাহত। আহত একজনকে নগরীর বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।