গোলাপগঞ্জের হেতিমঞ্জে ট্রাকচাপায় মামুন আহমদ (২৫) নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে গোলাপগঞ্জের রফিপুর নামক স্থানে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন আহমদ উপজেলার হেতিমগঞ্জ পাঁচমাইল এলাকার সিংপুর গ্রামের মুহিবুর রহমানের ছেলে।
এর সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্যা।
তিনি জানানা- নিহত মামুন তার মোটরসাইকেল নিয়ে হেতিমগঞ্জ বাজারের দিকে আসার পথে রফিপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বিকালে তিনি মৃত্যুবরণ করেন।