জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ডের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার নগরীর সুবিদবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
৭নং ওয়ার্ড যুব ফোরামের সভাপতি কাজী মিজান আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুর রউফ রাফির পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুব ফোরামের অন্যতম উপদেষ্টা ড. নুরুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের বিমানবন্দর থানার প্রধান পৃষ্ঠপোষক শফিকুল আলম মফিক, বিমানবন্দর থানার অন্যতম পৃষ্ঠপোষক রেজাউল করিম, ৭নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর সায়ীদ মুহাম্মদ আব্দুল্লাহ, ৭নং ওয়ার্ড যুব ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসাইন পাঠান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল গফুর, বিশিষ্ট শিক্ষানুরাগী সয়ফুল করিম হায়াত।
বিশেষ আলোচনা পেশ করেন ও তরুণদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন তরুণ দাঈ ও ইসলামী আলোচক মাওলানা তাসনিম আলম যায়েদ।
অনুষ্ঠানে ৭নং ওয়ার্ডের ৬ শতাধিক তরুণ যুবক অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি