• Thu, ২০ Mar ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

রমজানে নিজের পাশাপাশি সমাজকেও পরিশুদ্ধ করতে হবে : বিভাগীয় কমিশনার

ডেস্ক রিপোর্ট :
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী বলেছেন, আল্লাহ পাক মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। সেই সাথে জীবন-জীবিকার জন্য একটি গাইডলাইন দিয়েছেন। মাহে রমজান হচ্ছে নিজেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলার উৎকৃষ্ট সময়। রমজানে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার পাশাপাশি সমাজকেও পরিশুদ্ধ করতে হবে। তাহলে আমাদের ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশস্ত হবে।

তিনি বলেন, ইসলামী অনুশাসন মেনে চলার মাধ্যমে জাতির মঙ্গল নিহিত। রমজানের ১ মাস প্রশিক্ষণ নিয়ে বছরের বাকী ১১ মাস এর আলোকে জীবন পরিচালিত করার শপথ নিতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমেই পৃথিবীর সকল ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বুধবার স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ আয়োজিত ‘রমাদ্বানের আলোকে ইসলাম ও জীবন’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কবি ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরুর সভাপতিত্বে, আলোর অন্বেষণ সভাপতি সাজন আহমদ সাজু ও সাধারণ সম্পাদক তফাজ্জুল হক সুমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন আলোর অন্বেষণের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এমজেএইচ জামিল।

সংগঠনের সহ-সভাপতি নাহিদ আহমদের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাসি-উন-নূর, বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ তারেক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ফুড এন্ড টি টেকনোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেমুসাসের সহ-সাধারণ সম্পাদক অতিরিক্ত পিপি এডভোকেট আব্দুল মুকিত অপি, নলেজ হারবার কলেজের অধ্যক্ষ কবি নাজমুল আনসারী। বক্তব্য রাখেন আলোর অন্বেষনের সহ-সভাপতি দিলোয়ার হোসাইন।

উপস্থিত ছিলেন কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, দৈনিক প্রথম আলোর সিলেট ব্যুরো প্রধান সুমন কুমার দাশ, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, কবি মুন্নি আক্তার, গল্পকার মোয়াজ আফসার, অধ্যাপক ডা. আব্দুল মজিদ, শিশু সাহিত্যিক জসিম আল ফাহিম, সাবেক ছাত্রনেতা লুৎফুর রহমান, ব্যাংকার শফিকুল ইসলাম সোহাগ, কবি জগলুল হক, সাজ্জাদ আহমদ সাজু, সংগঠক হাসান আহমদ সানি, কবি জালাল জয়, সাংবাদিক আব্দুল কাদির জীবন, জসিম বুক হাউজের স্বত্তাধিকার জসিম উদ্দিন, সংগঠক ময়নুল ইসলাম, আলোর অন্বেষণ সহ-সভাপতি আল আমীন আহমদ ও শিক্ষার্থী আরমান আহমদ আফ্রিদি প্রমূখ। বিজ্ঞপ্তি


বিভাগের আরোও সংবাদ