• Wed, ১৯ Mar ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

সিলেটে বিজিবির হাতে ৫০ লাখ টাকার চিনি আটক

স্টাফ রিপোর্টার :
আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সিলেটের কানাইঘাটে অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই চিনির চালান আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে কানাইঘাট দরবস্ত সড়ক এলাকায় এসব চিনি আটক করা হলেও ট্রাক চালক পালিয়ে যায়। ৩১৯ বস্তায় আটককৃত চিনির পরিমান ১৫ হাজার ৯৫০ কেজি। এসবের আনুমানিক বাজারমূল্য অর্ধ কোটি টাকা।

বিজিবি সূত্র জানিয়েছে, জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়ন বিজিবি কানাইঘাট দরবস্ত সড়ক এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি বালু ভর্তি ট্রাককে সিগন্যাল প্রদান করে। ট্রাকটি বিজিবির সিগন্যালকে উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল চলন্ত ট্রাকটিকে ধাওয়া করে আটক করে। তবে পালিয়ে যায় ট্রাক চালক। এসময় ট্রাক থেকে ৩১৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। আটককৃত চিনির আনুমানিক বাজার মূল্য অর্ধ কোটি টাকা।

সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়ন বিজিবি সূত্র জানিয়েছে।


বিভাগের আরোও সংবাদ