• Wed, ১৯ Mar ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

সিলেটে পৌণে এক কোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ২ 

স্টাফ রিপোর্টার :
আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে শাহপরান থানাধিন সুরমা গেইট এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানসহ তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো- বাগেরহাট জেলার রামপাল থানার পিত্যে এলাকার তরফদার জালালের ছেলে সিরাজুল ইসলাম (২৬) ও একই এলাকার মোঃ বক্কর মোল্লার ছেলে শিমুল মোল্লা (২৭)।

এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, ৭৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিছ, কসমেটিকস ও বিভিন্ন পণ্যসহ ২ জনকে গ্রেফতার ও চোরাই পণ্য বহনকারী একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে শাহপরাণ থানার সুরমা গেইট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের পাশে অভিযান চালায় পুলিশ। এসময় একটি হলুদ ও নীল রঙের কাভার্ড ভ্যান (রেজিঃ নং- খুলনা মেট্রো-ট-১১-২০২১) আটক করে তল্লাশী চালানো হয়। ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ভারতীয় থ্রি-পিছ, ভারতীয় জামা (ছোটদের টু-পিস), ভারতীয় লেহেঙ্গা, চশমা, কালার মেন্দি ও রেড বুল এনার্জি ড্রিংক জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য ৭৪ লাখ ৫৪ হাজার ২শ ৪০ টাকা।


বিভাগের আরোও সংবাদ