• Wed, ১৯ Mar ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিশারী শিল্পীগোষ্ঠীর ইফতার মাহফিল সম্পন্ন

স্টাফ রিপোর্টার
আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

শিল্পী ও শুভাকাঙ্খিদের সম্মানে দিশারী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে দিশারীর পরিচালক শাহরিয়ার হোসাইন রাজীর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশারী শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশারীর সাবেক পরিচালক মাজেদ মাহফুজ ও মুনীর হোসাইন, ছড়াকার কামরুল আলম প্রমূূখ। এছাড়া মাহফিলে বেশ কয়েকজন শিল্পী ও শুভাকাঙ্খী অংশ নেন।
দিশারী শিল্পীগোষ্ঠীর সহকারী পরিচালক আব্দুল হাদী চৌধুরী ও হাদী উন নাহিয়ান চৌধুরীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিল্পী রাশেদ ইকবাল। ইসলামী সংগীত পরিবেশন করেন তাওহীদুল ইসলাম তারেক। বিশেষ মোনাজাত পরিচালনা করেন শিল্পী হেলাল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ বলেন, বিপ্লবের পর ও আগামীতে সবচেয়ে বড় বাধা যেটা হতে পারে সেটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। দিশারী যেভাবে বিগত দিনগুলোতে মোকাবেলা করেছে, আগামীতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমাদের প্রত্যাশা। বিজ্ঞপ্তি


বিভাগের আরোও সংবাদ