• Mon, ১৭ Mar ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
জুনায়েদের নেতৃত্বে আসছে জুলাই গণঅভ্যুত্থানের নতুন প্ল্যাটফর্ম স্বৈরাচার হাসিনা সরকারের সব গুম-খুনের বিচার হবে: তারেক রহমান শক্তিশালী টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রে ৩৪ জন নিহত আছিয়ার পরিবারের দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী গাজা থেকে ফিলিস্তিনিদের পুনর্বাসন; ট্রাম্পকে ‘না’ বলে দিলো আফ্রিকার ২ দেশ গার্মেন্টসে ডাকাতির ঘটনায় বিএনপি নেতার ব্যক্তিগত গাড়িচালক গ্রেফতার ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলে প্রাণভিক্ষা পাবেন: রুশ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনে নিহত ২৩ কিশোরী মোহন উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের মানববন্ধন র‌্যাবের হাতে ১শ কেজি গাঁজা উদ্ধার : আটক ৩

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনে নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

মূলত গাজা নিয়ে ইসরাইলকে হুমকি দেওয়ার পরই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের অবস্থান লক্ষ্য করে শনিবার (১৫ মার্চ) হামলা চালায় যুক্তরাষ্ট্র।

রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথিদের ওপর বিমান হামলা শুরু করেছে আমেরিকা। এই হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, লোহিত সাগরের জাহাজগুলোতে হামলার ঘটনা ঘটলে ‘নরক নেমে আসবে’।

আলজাজিরা বলছে, মার্কিন হামলার পর ইয়েমেনে প্রাণহানির সংখ্যা প্রাথমিকভাবে ১৯ বলে জানানো হয়েছিল। তবে হুথিদের সহযোগী আল মাসিরাহ টিভি জানিয়েছে, ইয়েমেনের সাদায় মার্কিন হামলায় নিহতের সংখ্যা ছয় থেকে বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে চার শিশু এবং একজন নারী রয়েছেন।

চ্যানেলটি আরও জানিয়েছে, হামলায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।

এছাড়া রাজধানী সানায় আরও ১৩ জন নিহত হয়েছেন। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, মার্কিন হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।

এদিকে ইয়েমেনের আল মাসিরাহ টিভি দেশটির রাজধানী সানা এবং সাদা শহরে নতুন করে ইসরাইলি হামলার খবর প্রকাশ করেছে।   এতে বলা হয়েছে, সাদায় হামলায় সেখানে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।


বিভাগের আরোও সংবাদ