• Tue, ১৮ Mar ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয়ের গুলিতে বাংলাদেশী আহত

নিজস্ব প্রতিবেদক :
আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বরমসিদ্দিপুর সীমান্তে ভারতীয় নাগরিক খাসিয়ার গুলিতে আব্দুল্লাহ (২৪) নামের এক বাংলাদেশী আহত হয়েছেন। তিনি বরমসিদ্দিপুর গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে। শুক্রবার বেলা সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটে। বিজিবি উৎমা ও কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার জানিয়েছেন বিষয়টি শুনে আব্দুল্লাহর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। সে গুরুতর ইনজুরি না সুস্থ আছে বলেও তারা খবর পেয়েছেন।

স্থানীয় সুত্রে জানা যায় শুক্রবার (১৪ মার্চ) ১২৫৫ পিলারের ১৬ এস এর ওপারে যান আব্দুল্লাহ আরো কয়েকজন। তাদেরকে দেখতে পেয়ে ভারতীয় খাসিয়া নাগরিক ছররা গুলি করে। এসময় গুলি আব্দুল্লাহ এর হাতে লাগে। এতে সে আহত হয়ে দৌড়ে বাড়িতে চলে আসে। পরে পরিবারের লোকজন তাকে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করান। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা আব্দুল্লাহ এর বাড়িতে গেলে তাকে পান নি।

আব্দুল্লাহ এর সৎ বাবা হাবিবুর রহমান বিষয়টি গোপন করে জানিয়েছেন, আব্দুল্লাহ এক্সিডেন্ট করে কিছুটা আহত হয়েছে। সে সিলেটে তার চাচার কাছে গিয়ে চিকিৎসা নিচ্ছে। তিনি আরো বলেন সে গুরুতর আহত নয়। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, সীমান্তে কেউ আহত হয়েছে এমন সংবাদ এখনো পাইনি।


বিভাগের আরোও সংবাদ