• Fri, ০২ মে ২০২৫, ০২:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
ওসমানী বিমানবন্দরে ‘স্বর্ণমানব’ আটক! জৈন্তা সীমান্তে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ সিলেটে ষড়যন্ত্রের শিকার হয়ে কারাগারে ফরিদ : মুক্তির দাবীতে রাজপথে হাজার মানুষ নির্ধারিত স্থানে ‌সুবিপ্রবি ক্যাম্পাস স্থাপনের দাবিতে সিলেটে মানববন্ধন সিলেটের ৬ জনের বিরুদ্ধে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে মামলা কুয়েটের ভিসি-প্রোভিসিকে অব্যাহতির সিদ্ধান্ত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে যে কোন ষড়যন্ত্র রুখে দেয়া হবে সিলেটে টেস্ট ম্যাচ চলাকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু আম্বরখানায় ইয়াবা-মদসহ আটক ১ সুনামগঞ্জে প্রবাসী মানবাধিকার কর্মীর বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলা

হবিগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি :
আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার (১৫ মার্চ) বেলা ১২টায় শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। পরে সেখানে সড়ক অবরোধ করে নানা ধরণের শ্লোগান দেয় শিক্ষার্থীরা। প্রায় ঘন্টাখানেক সড়ক অবরোধ করে রাখার ফলে শহরের প্রধান সড়কে সৃষ্টি হয় ব্যাপক যানজটের। সড়ক অবরোধ শেষে হবিগঞ্জ মেডিকেল কলেজ মিলনায়াতনে প্রেস ব্রিফিং করেন শিক্ষার্থীরা।

প্রেস ব্রিফিংয়ে ৪র্থ বর্ষের শিক্ষার্থী আকিব মাহমুদ বলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র চলছে। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মানহীনতার অভিযোগ তুলে তা বন্ধের ষড়ন্ত্রে লিপ্ত রয়েছে। এখানে মানহীনতার যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন ও বৈষম্যমূলক। আমাদের মেডিকেল কলেজে বর্তমানে প্রায় ৩ শত শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এর বিপরীতে রয়েছে ৫৫জন শিক্ষক ও কিউরেটর রয়েছে ২ জন। আর্থাৎ প্রতি ৬ জন শিক্ষার্থীর জন্য ১ জন করে শিক্ষক রয়েছেন। তাই শিক্ষক সংকটের মতো যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন।

মূলত বিগত পতিত সরকারের বিগত সরকারের এই ব্যর্থতা ঢাকতেই বর্তমান স্বাস্থ্য উপদেষ্ঠা এই ধ্বংসাত্মক পরিকল্পনা করেছেন। আর তাতে হুমকির মুখে পড়েছে আমাদের ভবিষ্যত ও মানষিক স্বাস্থ্য। তাই এই রকম ধ্বংসাত্মক সিদ্ধান্ত থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরে আসার আহবান শিক্ষার্থীদের।
প্রেস ব্রিফিয়ে অন্যান্যদের মধ্যে ২য় ব্যাচের শিক্ষার্থী রিংকু দেবনাথ, ৩য় ব্যাচের শিক্ষার্থী রিয়েল সরকার, ৪র্থ ব্যাচের শিক্ষার্থী তাসনিমুর রিয়াজসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বিভাগের আরোও সংবাদ