• Sat, ০৩ মে ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]

‘আসামে কংগ্রেস সরকারের হাতে মার খেয়েছি, ৭ দিন ধরে জেলের খাবার খেতে হয়েছে ‘

স্টাফ রিপোর্টার
আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Union home minister Amit Shah address at the Meet the Press during Shah two-day visit to West Bengal, set the tone for the West Bengal assembly elections slated to be held next year in Kolkata,India on November 06,2020. (Photo by Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images)

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার দাবি করেছেন যে আসাম রাজ্যে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের অধীনে তাকে মারধর করা হয়েছিল এবং সাত দিনের জন্য জেলের খাবার খেতে দেয়া হয়েছিল। আসামের মুখ্যমন্ত্রী হিতেশ্বর সাইকিয়ার আমলে তার আটকের কথা স্মরণ করে এই মন্তব্যটি করেন অমিত শাহ। গোলাঘাটের দেরগাঁওয়ে লাচিত বারফুকান পুলিশ একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করার সময়, অমিত শাহ কংগ্রেসকে তুলোধোনা  করেন এবং বলেন, ‘ওরা চায় না, এরাজ্যে শান্তি বজায় থাকুক।’আসামের সাবেক মুখ্যমন্ত্রী হিতেশ্বর সাইকিয়ার আমলে তাঁকে আটক করে রাখার দিনগুলির কথা স্মরণ করিয়ে দিয়ে শাহ  বলেন, ‘কংগ্রেস সরকার আমাকে ধরপাকড় করেই থামেনি, আমাকে মারধরও করা হয়েছিল। আমরা সেদিন মিছিল থেকে স্লোগান তুলেছিলাম, আসাম  কি গলিয়াঁ সুনি হ্যায়, ইন্দিরা গান্ধী খুনি হ্যায়। আর এই বিক্ষোভ সহ্য করতে পারেনি হিতেশ্বর সাইকিয়া  সরকার।’

আসামে  হিতেশ্বর সাইকিয়া দুদফায় মুখ্যমন্ত্রী ছিলেন। প্রথমবার ১৯৮৩ সাল থেকে ১৯৮৫ এবং দ্বিতীয়বার ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত। শাহ সেদিনের কথা মনে করিয়ে দিয়ে বলেন, আমাকেও আসাম  সরকার সাতদিন জেলের অতিথি করে রেখেছিল এবং জেলের খাবার দিয়েই খাতিরদারি করা হয়েছিল। কংগ্রেসের হাত থেকে  আসামকে  রক্ষা করতে সেসময় সারা দেশ থেকে মানুষ এসে জড়ো হয়েছিলেন। আর আজ সেই আসাম  উন্নয়নের পথে এগিয়ে চলেছে।’ শাহ আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন যে নতুন উদ্বোধন করা লাচিত বারফুকান পুলিশ একাডেমি আগামী পাঁচ বছরে দেশের সেরা হিসেবে আবির্ভূত হবে।পুলিশ অ্যাকাডেমির নাম আসামের  বিখ্যাত সাহসী যোদ্ধা লাচিত বরফুকনের নামে রাখায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে  ধন্যবাদ জানান শাহ। বারফুকান মুঘলদের সঙ্গে লড়াইয়ে জয় হাসিল করে আসামের  স্বাধীনতা রক্ষা করেছিলেন।

সূত্র : এবিপি নিউজ


বিভাগের আরোও সংবাদ